Logo
EN
Logo
×

সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

Icon

সমকাল

৩১ মার্চ ২০২২, ০৫:৫৫ পিএম

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে - সমকাল

চওখর যন্ত্রণায় রইদরের (রোদ) মাঝে চাইতে পারি না। ঝুমঝমাইয়া পানি পড়ে। আর রাইত হইলে খালি খাওজ্যায় (চুলকায়)। টেকার অভাবে ডাক্তর দেখাইতাম পারি না। আইজ সমকাল পেপার টেকা ছাড়া চউক দেখানির ক্যাম্প করায় দেখাইতাম আইছি। এখান চশমা ও ওষুধ দিছইন তারা। আল্লায় তারার ভালা করবা।

মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পাওয়ার পর কথাগুলো বলেন রংফুল বেগম।

বৃহস্পতিবার 'চোখের আলোয়' নামে হামরকোনা গ্রামে এ ক্যাম্পের আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ।

বৃহস্পতিবার সকাল থেকেই বৈরী আবহাওয়া ছিল মৌলভীবাজারে। ক্ষণে ক্ষণে ঝরছিল বৃষ্টি। এর মধ্যেই হামরকোনা গ্রামের জামেয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চোখের চিকিৎসা নিতে প্রান্তিক মানুষের ঢল নামে। সকাল ৮টা থেকেই চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত ও টোকেন দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা সেবা দেন চিকিৎসকরা। রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেন তারা। এ ছাড়া ছানি অপারেশনের জন্য ৫৬ রোগীকে বাছাই করা হয়। আগামীকাল শনিবার মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করে তাদের ছানির অস্ত্রোপচার করা হবে। এ ছাড়া ৪৮৭ রোগীকে বিনামূল্যে ওষুধ এবং অনেককে চশমা দেওয়া হয়।

চিকিৎসাসেবা দেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক তাহসিন মাহিলা হক, ওপিডি সুপারভাইজার আব্দুল মান্নান। তাদের সহযোগিতা করেন জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরী, চশমা বিষয়ে অভিজ্ঞ রুহিত আহমেদ, মিল্টন বড়ূয়া, প্যারামেডিক শুকুর আহমেদ ও স্টাফ রঞ্জিত ফারুক।

সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ সমাবেশ-মৌলভীবাজার জেলা সভাপতি সেলিম আহমদ, সহসভাপতি ইয়াসীন সেলিম ও যাদব সূত্রধর, আল-খায়ের ফাউন্ডেশনের প্রবীর কর্মকার, সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, সুহৃদ সদস্য আব্দুস সামাদ আজাদ, সীমা বেগম, হাবিবুর রহমান, শাফিকুর রহমান, আফির আলী, আবু তাহের, জুয়েল আহমদ, জুবায়ের আলম, মুজিবুর রহমান, আবু সাঈদ, রিমন আহমদ, শিপন আহমদ ফায়াদ, দেবাশিষ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

‘কম্বল নিয়ে বাড়ির সবাকে নেহেনে নিন্দা যাবে’

‘কম্বল নিয়ে বাড়ির সবাকে নেহেনে নিন্দা যাবে’

ফরিদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা

ফরিদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা

অনুসরণ করুন