Logo
BN
Logo
×

সংবাদ

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

Icon

প্রতিদিনের বাংলাদেশ

১২ নভেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

ময়মনসিংহের ভালুকায় শনিবার আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা নিয়েছেন প্রায় ৬০০ রোগী। ছবি: প্রবা

“চোহে খোয়া দেহি, বিশ করে। নিচমুখ চাহিলে চোখ ভাইঙ্গা যায়। এক মাস ধইরা আমার এই সমস্যা। পয়সা নাই তাই এতোদিন ওষুধ, চিকিৎসা করাইতে পারি নাই। মাইক মারছে, হুনছি ফ্রি চোখ দেখবো তাই এইহানে আইছে।” বলছিলেন, ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রাম থেকে আসা ৬০ বছর বয়সের ছামিরজান খাতুন।

সমাজের অবহেলিত ও সুবিধবঞ্চিত মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ‘চোখের আলো’ শিরোনামে বিনামূল্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়।  শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামে চিকিৎসা সেবা দেওয়া হয়।

ভালুকা উপজেলার নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ এদিন উপস্থিত ছিলেন চোখের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেওয়ার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঁচগাও গ্রামের আই ক্যাম্প প্রাঙ্গনে চোখের চিকিৎসা নিতে নারী-পুরুষ ও শিশু রোগীর ঢল নামে। সকাল ১০টা থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ৯টার মধ্যে রোগীর ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় প্রাঙ্গণ। চিকিৎসকরা সকাল ৯টা থেকেই রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা দেন। 

যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন তাদের ভর্তি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তাদের ঢাকার প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালে ভর্তি ও ছানি অপারেশন করার কথা জানানো হয়। এর আগে গ্রামে গ্রামে বিভিন্ন মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানের তারিখ ও সময় প্রচার করা হয়। সে অনুযায়ী সকাল থেকেই সেবাপ্রত্যাশীরা নির্ধারিত স্থানে চলে আসেন। তারা যেন সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা নিতে পারেন সে ব্যবস্থা করে অদম্য বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবীরা।

চোখের চিকিৎসা নিতে আসা ৫৮৩ জনের রোগীকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয় এবং ৭৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ কার্যক্রম।

পাঁচগাও গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব এক নারী আনোয়ারা বেগম বলেন, ‘চোখে ঝাপসা বান্ধে, পড়বার পারি না কিছু। দুপুর বেলা চোখে কিছু দেহি না। আমার এই সমস্যা দেড় বছর থেইখা। ডাক্তারে দেইখা কইেছ ছানি অপারেশন লাগব। তারা নাহিন বিনা পয়সায় অপারেশন করাইয়া দিব। আল্লাহ দিলে অপারেশনের পর চোখে দেখতাম পারমু।’

শুধু আনোয়ারা, ছামিরজান খাতুন বা হামিদুল্লাহ নন, বিনা মূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় ৬০০ চোখের রোগী।

আল-খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব বলেন, ‘আল-খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশের যৌথ উদ্যোগে নতুন করে শুরু করেছি চোখের আলোয় শিরোনামে একটি আই ক্যাম্প। আল-খায়ের ফাউন্ডেশন সবসময়ই বাংলাদেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয়েছে চক্ষু ক্যাম্প। এই ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান, চোখের ছানি অপারেশন এবং সব ধরনের ওষুধ দেয়া হচ্ছে। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের টিম চিকিৎসা সেবা দিচ্ছে। আমরা প্রতি বছর চেষ্টা করি কমপক্ষে দশ হাজার মানুষকে চোখের চিকিৎসা সেবা দিতে। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজন করতে পারব।’

প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বলেন, ‘প্রতিদিনের বাংলাদেশ সূচনা লগ্নে ঘোষণা করেছে আমরা শুধুমাত্র দুর্ভোগের সংবাদ পত্রিকাতে তুলে ধরব না। তার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষ যেন দুর্ভোগ থেকে মুক্তি পায় সেই লক্ষ্যে কাজ করে যাব। এরই অংশ হিসেবে আমরা আল খায়ের ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ যৌথভাবে আজ প্রথম ফ্রি আই ক্যাম্প করছি। আজ সারাদিন ছয়শত সুবিধাবঞ্চিত মানুষকে চোখের চিকিৎসা সেবা দিব।’

এই চক্ষু ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেন ঢাকার প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের এক দল বিশেষজ্ঞ চিকিৎসক।

Read More

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

ভালুকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন পাঁচ শতাধিক প্রান্তিক মানুষ

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

হবিগঞ্জে আল-খায়ের ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

‘কম্বল নিয়ে বাড়ির সবাকে নেহেনে নিন্দা যাবে’

‘কম্বল নিয়ে বাড়ির সবাকে নেহেনে নিন্দা যাবে’

ফরিদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা

ফরিদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা

Follow Us