কোরবানিতে বিশেষ উদ্যোগ
প্রতিবছর আল-খায়ের ফাউন্ডেশনের দাতারা সম্মিলিতভাবে কোরবানির আয়োজন করে থাকেন। তাদের অংশগ্রহণের মাধ্যমে দরিদ্র ও অভাবগ্রস্ত পরিবারে কোরবানির গোশত বিতরণ করা হয়। আল-খায়ের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও কর্মীরা এ সময় মাঠ পর্যায়ে বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য কাজ করে। দরিদ্র, বিধবা ও নিঃসন্তান পরিবারকে সহযোগীতার বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে কাজটি সম্পন্ন করা হয়। এই উদ্যোগে ২০২২ সালে ২৮,০৫০; ২০২৩ সালে ২৭,৪৫০ এবং ২০২৪ সালে ২৪,৭৮০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)