যাকাত ও সাদাকাহ
ঈমান ও সালাতের পরে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। অনেক ইবাদত কুরআন কারিমে মাত্র ২-৪ বার উল্লেখিত হয়েছে, যেমন রোজা, হজ ইত্যাদি; আবার কিছু এবাদত অনেক বেশি বার উল্লেখ করা হয়েছে। কুরআনে একবার বললেই ফরজ হয়ে যায়। বারবার বলার অর্থ গুরুত্ব বুঝান। সালাতের পরে সবচেয়ে বেশি যাকাতের কথা কুরআনে উল্লেখ করা হয়েছে। আমরা সাধারণত দিনের সবচেয়ে বড় কাজ বুঝাতে বলি নামাজ রোজা কিন্তু কুরআনে কোথাও নামাজ রোজা বলা হয়নি। সব সময় বলা হয়েছে নামাজ যাকাত। রোজা হল যাকাতের পরে। যাকাত না দেওয়া কাফেরদের বৈশিষ্ট্য ও জাহান্নামের শাস্তির অন্যতম কারণ। তাই, আসুন আমাদের উপর অর্পিত যাকাত আদায় করি। আপনার দেওয়া যাকাতের অর্থ আল-খায়ের ফাউন্ডেশন পৌঁছে দিবে প্রকৃত হকদারদের কাছে।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)