
রমজান-২০২৫
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন মুসলিম উম্মাহর বিশেষ এই মাসে দরিদ্র মানুষকে পর্যাপ্ত সহযোগিতা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷ রমজান মাসের বিশেষ এই কার্যক্রমকে তিনটি ভাগে সম্পন্ন করেছে- খাদ্যসামগ্রী প্রদান, ইফতার সরবরাহ এবং ঈদ উপহার বিতরণ।
- খাদ্যসামগ্রী
ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণের ক্ষেত্রে বিভিন্ন গ্রোসারি পণ্যকে প্রাধান্য দেওয়া হয়। রমজান মাসের শুরুতে দরিদ্রদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছর রমজানে অন্তত ৬ হাজার অতিদরিদ্র পরিবারের সারা মাসের খাদ্যসামগ্রী নিশ্চিত করে আল-খায়ের ফাউন্ডেশন।
- ইফতার
রমজানে দারিদ্রপীড়িত মানুষ সারাদিনের রোজা শেষে ঠিক মতো ইফতার করতে পারে, সেই দিকে দৃষ্টি রেখে আল-খায়ের ফাউন্ডেশন মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি নিয়ে থাকে।
- ঈদ উপহার
মাসব্যাপী রোজা শেষে আসে খুশির ঈদ। সেই খুশিতে সবাই যেন অংশ নিতে পারে সেই লক্ষ্যে আল-খায়ের ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত পরিবারগুলোতে ঈদ উপহারসামগ্রী বিতরণ করে থাকে। প্রতিবছর ঈদের ২ থেকে ৩ দিন আগে উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার প্যাকেট সাজানো হয় সেমাই, গুঁড়োদুধ, চিনি, পোলাওচাল, মসলা, নতুন শাড়ি, লুঙ্গি ও আতর দিয়ে। শিশুর মাঝে বিতরণ করা হয় বিশেষ ঈদ উপহার।
আমাদের এই কর্মসূচির প্রতি ফুডপ্যাক দুই হাজার থেকে ছয় হাজার, ঈদ উপহার দুই হাজার ৫০০ এবং ইফতার জনপ্রতি ১০০ টাকা নির্ধারিত। আপনি যে কোনো কর্মসূচির এক বা একাধিক ইউনিটে বা যে কোনো সংখ্যক অনুদান দিয়ে মহতী এই উদ্যোগে শরিক হতে পারেন। আমরা চাই আপনার অংশগ্রহণে হাসি ফুটুক সুবিধাবঞ্চিত মানুষের মুখে।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)