সুপেয় পানির সংস্থান
আল-খায়ের ফাউন্ডেশন দেশব্যাপী নিরাপদ পানি সরবরাহের জন্য নিরলসভাবে কাজ করছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংস্থাটি কুষ্টিয়া, লালমনিরহাট, রাজবাড়ি, মাগুরা, কক্সবাজার, খুলনা, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে বিভিন্ন স্থানে নিরাপদ পানি বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুপেয় পানির প্রাপ্তি নিশ্চিতে কাজ করেছে। লক্ষ্য পুরণে এ সময় দেশের প্রত্যন্ত এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সর্বমোট ৮৭টি গভীর নলকূপ এবং ৮৯৩টি অগভীর নলকূপ স্থাপন করা হয়। প্রতিটি গভীর ও অগভীর নলকূপ পাবলিক প্লেসে স্থাপন করায় বিগত ৩ বছরে অন্তত ১১,১০৫ পরিবারের সুপেয় পানির প্রাপ্তি নিশ্চিত করেছে আল-খায়ের ফাউন্ডেশন।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)