
রোহিঙ্গা সহায়তা
কক্সবাজারে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প স্থাপনের সূচনা থেকে আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ মিয়ানমার থেকে আগত উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর আবাসন, খাদ্য, বস্ত্র ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতে কাজ করেছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে Refugee Relief and Repatriation Commissioner(RRRC)-এর মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সহায়তা দিয়ে আসছে আল-খায়ের ফাউন্ডেশন। কর্মএলাকা কুতুপালং ক্যাম্প ওয়ান ওয়েস্টে-এ হেলথ পোস্ট স্থাপন ও ওয়াশ কর্মসূচি বাস্তবায়ন এবং খাদ্য সহায়তা প্রদান করে ১৫ হাজার ক্যাম্পবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছে।
- রোহিঙ্গা স্বাস্থ্যসেবা: কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে মিয়ানমার থেকে আগত উদ্বাস্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৭ সাল থেকে আল-খায়ের ফাউন্ডেশন হেলথ পোস্ট স্থাপন করে চিকিৎসাসেবা দিয়ে আসছে। মূলত ছোঁয়াচে রোগের বিস্তার ও প্রকোপ ঠেকাতে সংস্থা বিনামুল্যে ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে। হেলথ পোস্ট থেকে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ৭০,০০০ রোহিঙ্গাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয় আল-খায়ের ফাউন্ডেশন।
- ওয়াশ কর্মসূচি: আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ এর সরাসরি অর্থায়নে ২০১৭ সালের রোহিঙ্গা শরনার্থী প্রবেশের পর থেকে কক্সবাজরের রোহিঙ্গা ক্যাম্পে ওয়াশ কর্মসূচি বাস্তবায়ন হয়ে আসছে। গভীর নলকুপ স্থাপন, টয়লেট নির্মাণ, ওয়াশরুম নির্মাণ, পয়নিষ্কাশন ড্রেন তৈরি, ওয়াটার পিউরিফায়িং পাম্প স্থাপন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, হাইজিন বিষয়ে জনসচেতনতা এবং কমিউনিটির চাহিদা অনুসারে হাইজিন সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে আল-খায়ের ফাউন্ডেশন।
১. নিরাপদ পানি সরবরাহ: আল খায়ের ফাউন্ডেশন বিগত তিন বছরে উখিয়ার কুতুপালং ক্যাম্প ওয়ান ওয়েস্টে এলাকায় নদীর পানি পিউরিফাই করে ১০ হাজার মানুষের নিরাপদ খাবার পানি পাইপ লাইনের মাধ্যমে দুইবেলা সরবরাহ করা করে আসছে । এছাড়া, আরও ৫৭টি গভীর ও অগভীর নলকুপের পরিচালনা করে প্রায় ১৫ হাজার ক্যাম্পবাসীর প্রতিদিন দুইবেলায় ২০লিটার করে নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করেছে।
২. টয়লেট ও ওয়াশরুম মেরামত ও অপারেশন: আল-খায়ের ফাউন্ডেশন নিজেদের স্থাপিত প্রায় ১০০ টয়লেট নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ময়লা অপসারণের মাধ্যমে টয়লেটগুলি সচল রেখেছে। যাতে কর্মএলাকার রোহিঙ্গা পরিবার প্রতিদিন নিরাপদ টযলেট ব্যবহার করতে পারে। অনুরূপভাবে ওয়াশরুমগুলোও নিয়মিত মেরামত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।
৩. সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রম: যেহেতু ক্যাম্পে অল্প জায়গায় অনেক মানুষ বসবাস করে, সে কারণে তাদের রোগমুক্ত রাখতে পরিস্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে আল-খায়ের ফাউন্ডেশন কর্ম এলাকায় একটি কম্প্রিহেনসিভ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করেছে। সেখানে প্রতিটি পরিবারকে দুটি করে ঝুড়ি সরবরাহ করা হয়েছে, একটি লাল ও একটি সবুজ। একটাতে অর্গানিক আরেকটাতে ননঅর্গানিক ময়লা সংরক্ষণ করা হয়। আমাদের সেচ্ছাসেবকরা প্রতিদিন পরিবার গুলো থেকে ময়লা সংগ্রহ করে এবং পৃথক করে ননঅর্গানিক ময়লা নির্দষ্ট জায়গায় ডাম্পিং করে থাকে। অন্যদিকে অর্গানিক ময়লা দিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়। সেই সার পরে উপকারভোগীদের মধ্যে সরবরাহ করা হয়। একই সঙ্গে নিয়মিত ড্রেনগুলোকেও পরিস্কার করা হয়।
৪. স্বাস্থ্যবিধি প্রচার: আমাদের দক্ষ কর্মীবাহিনী দিয়ে নিয়মিত উঠান বৈঠকের মাধমে হাইজিন প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন করে আসছি, সেখানে গুরুত্ব দেওয়া হয়- ১. মানুসের আচরনগত পরিবর্তন, ২. সঠিক অনুশীলন, ৩. সাবান দিয়ে হাত ধোয়া, ৪. মিনিস্টারেল হাইজিন ম্যানেজমেন্ট, ৫. জেন্ডার সেনসিটিভিটি দৃষ্টিভঙ্গি, ৬.উন্মুক্ত স্থানে মলত্যাগ। বৈঠকগুলিতে নারী, পুরুষ, কিশোর, কিশোরীদের উপস্থিতি নিশ্চিত করা হয়।
৫. উপকারভোগীদের সম্পৃক্ততা নিশ্চিতকরণ কর্মসূচি: আমাদের কর্মসূচিতে উপকারভোগীদের সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন কমিটি তৈরী করেছি যেমন, ইউজার গ্রুপ, ওয়াশ কমিটি, ব্লক কমিটি। এই কমিটিগুলোকে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয় এবং নিয়মিত তদারকি করা হয় ।
- জরুরি খাদ্য সহায়তা: ২০২৩ ও ’২৪ সালে বালুখালী ক্যাম্পে দুই দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তাহীনতা রোধে আল-খায়ের ফাউন্ডেশন ১,২০০ পরিবারে খাদ্যসামগ্রী সরবরাহ করে। এছাড়া, পবিত্র রমজান উপলক্ষ্যে বিগত তিন বছরে ৩৬২৫ পরিবারকে বিশেষ খাদ্যসহায়তা দেওয়া হয়।
আমরা দেখেছি উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নের ফলে কর্মএলাকায় স্বাস্থ্যগত নিরাপত্তসহ জীবনমানের উন্নয়ন ঘটেছে। অন্তর্ভুক্তিমুলক কার্যকরী টয়লেট ব্যাবস্থাপনায় খোলা জায়গায় টয়লেট করা বন্ধ এবং গোসলের সুবিধা বৃদ্ধি পেয়েছে, জীবানুমুক্ত হতে সাবান দিয়ে হাত ধোয়া বৃদ্ধি পেয়েছে, পানি বাহিত রোগ কমেছে এবং সর্বপরি কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)