জীবন-জীবিকা
প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আল-খায়ের ফাউন্ডেশন। এইসব মানুষের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আনতে সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে নানামুখী কর্মসূচি-
- এতিম ও হাফিজ পৃষ্ঠপোষকতা: অন্য সাধারণ শিশুর মতো এতিম শিশুও যেন বেড়ে ওঠার সমান সুযোগ পায় সে লক্ষ্যে প্রকল্পটি পরিচালিত হয়। সেইসঙ্গে যে দরিদ্র শিশু আল্লাহর পবিত্র কোরআন হেফজো করায় রত আছে তাদেরকেও কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। কর্মসূচির আওতায় আল-খায়ের ফাউন্ডেশন ৬ থেকে ১৪ বছর বয়সী এতিম ও হাফেজ শিক্ষার্থীদের খাদ্য, শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা, পোশাক ইত্যাদি মৌলিক চাহিদা নিশ্চিত করাসহ আনুসাঙ্গিক প্রয়োজন মিটিয়ে থাকে। এর মাধ্যমে ২০২২, ’২৩ ও ’২৪ সালে মোট ২,৩৪৫ জন এতিম শিশু সহায়তা পায়। কর্মসূচিটি কাউন্দিয়া, সংযোগ, আগাইঝরা, কক্সবাজার, মনপুরা, বরিশাল, ভালুকা, রাজনগর, কামলগঞ্জ, কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, নান্দাইল, রাঙ্গুনিয়া, সিলেট সদর, গোয়াইনঘাট, বালাগঞ্জ, ফেনী সদর, রাজবাড়ি সদর, পটুয়াখালী সদর, তাহিরপুর, বেতাগি, শিবগঞ্জ, তালা, বউফল, কালুখালী ও কাশিয়ানি, সাভার ও ঢাকায় চলমান রয়েছে।
- অন্ধ হাফেজ: ২০২৩ সালে আল-খায়ের ফাউন্ডেশন শিক্ষারত অন্ধ হাফেজদের জন্য পৃথক সহায়তা কার্যক্রম গ্রহন করে। কর্মসূচিতে তাদের শিক্ষা উপকরণ, খাদ্য সরবরাহ ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে ঢাকা ও কক্সবাজারের ৫০ জন্ করে মোট ১০০জন শিক্ষারত অন্ধ হাফেজকে নিয়ে নতুন এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
- হুইলচেয়ার বিতরণ: চলাচলে অক্ষম ব্যক্তিদের জীবনের প্রতিবন্ধকতা কমিয়ে আনতে আল-খায়ের ফাউন্ডেশন হুইলচেয়ার বিতরণ করে থাকে। কর্মসূচির আওতায় বিগত ৩ বছরে চলাচলে অক্ষম ২০০ অসহায় ব্যক্তির মাঝ ২০০ হুইল চেয়ার বিতরণ করা হয়।
- সেলাইমেশিন বিতরণ: বিশেষত গ্রামীণ, নিরক্ষর বা অল্প শিক্ষিত নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে আল-খায়ের ফাউন্ডেশন এই কর্মসূচি পরিচালনা করে থাকে। কর্মসূচি থেকে বিগত ৩ বছরে সর্বমোট ২০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
- যৌতুকবিহীন বিয়ে: আল-খায়ের ফাউন্ডেশন জীবনমান উন্নয়নে নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উদ্যোগ নেওয়া হয় যৌতুকবিহীন বিয়ের। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিয়ের সার্বিক ব্যয়ভার নির্বাহ করে ২০২২ ও ২০২৩ সালে সিলেট ও রংপুরে ৬০ জন কেরে ১২০ জন সুবিধাবঞ্চিত বিবাহ উপযুক্ত ছেলে-মেয়ের আড়ম্বরপুর্ণ বিয়ের আয়োজন করা হয়। আয়োজনে কনে ও বর পক্ষের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবদম্পতিদের দোয়া-আশির্বাদ করেন।
বিয়েতে নতুন দম্পতির সংসার গোছানোর জন্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি এবং জীবিকার নির্বাহের জন্য প্রতিটি দম্পতিকে ১টি করে রিক্স/ভ্যান, সেলাইমেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)