Logo
EN
Logo
×
গৃহনির্মাণ

গৃহনির্মাণ

দিন শেষ নিজের ঘরে ফিরতে পারা একজন মানুষের আর্থসামাজিক নিরপত্তার সবচেয়ে বড় প্রতীক। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগ রয়েছে। তারপরও, নিজেদের অবস্থানে থেকে সহৃদয় দাতাদের সহায়তায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে আল-খায়ের ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনসহ প্রকৃতিক বা অর্থনৈতিক দুর্বিপাকে যেসব পরিবার নিজ বাড়ি তৈরির সক্ষমতা হারিয়েছে ফাউন্টেশন তাদের মাথার উপর অন্তত  একটি ছাউনি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির আওতায় ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে সর্বমোট ৬৯টি দরিদ্র ও ছিন্নমূল পরিবারের বাসস্থান তৈরি করে দেওয়া হয়। বাড়িগুলো রংপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফেনী, নোয়াখালী, বরগুনা, খুলনা ও কক্সবাজার- এই ১২টি জেলার ৬৯টি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

অনুদান পাঠানোর হিসাব নম্বর

Bkash Merchant Account

01325088020

(Donate by choosing the payment option)

অনুদান ক্লিক করে আপনি আমাদের ব্যবহারের শর্তাবলি, রিফান্ড নীতিমালা এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন

অনুসরণ করুন

ssl banner