বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
জলবায়ু পরিবর্তনের ফলে শুধু ঘুর্ণিঝড় বা জলচ্ছ্বাসের সংখ্যাই বাড়েনি, সেই সঙ্গে বেড়েছে শীত, গ্রীষ্ম, বর্ষার তীব্রতা ও আকষ্মিকতা। বেড়েছে বন্যা, হঠাৎ-বন্যা ও শৈত্যপ্রবাহের মাত্রা। যা সুবিধাবঞ্চিত মানুষকে আরও বেশি অসহায় করে তুলেছে। এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় আল-খায়ের ফাউন্ডেশন-
- বন্যার্তদের খাদ্য সহায়তা: এই ব্যবস্থাপনায় ২০২২,’২৩ ও ’২৪ সালে বন্যা ও ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ৪,০০০ প্যাকেট খাদ্যসামগ্রী, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করে আল-খায়ের ফাউন্ডেশন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সুনামগঞ্জ, খুলনা ও বরগুনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যা ওইসব দুর্যোগ এলাকার ৯ হাজার পরিবারের ৪৫ হাজার মানুষের ৩ সপ্তাহর খাবার সংস্থান করেছে।
- ঘুর্ণিঝড় আক্রন্তদের সহায়তা: জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরে ঘনঘন নিম্নচাপ এবং তা থেকে তৈরি হওয়া ঘুর্ণিঝড় ও জলচ্ছ্বাস মহাসঙ্কটে ফেলে দিয়েছে বাংলাদেশের দক্ষিণের ৪৮৩ কিলোমিটার উপকূলসীমার মানুষর জীবনযাপন। পেশাগত ক্ষতির পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ঘর-বাড়িসহ পুরো জনপদের অবকাঠমোগত ক্ষয়ক্ষতি বিপন্ন করে তুলেছে উপকূলের মানুষকে। দিন এনে দিন খাওয়া মানুষ ভিটেমাটি ছেড়ে অভিবাসন করতে বাধ্য হচ্ছে । এদের সহায়তায় উদ্যোগ নিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। সংস্থার পক্ষ থেকে ঘুর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা ছাড়ও ভেঙে যাওয়া ঘর-বাড়ি মেরামতের জন্য ২০০ বান্ডেল টিন দেওয়া হয়।
অনুদান পাঠানোর হিসাব নম্বর
Bkash Merchant Account
01325088020
(Donate by choosing the payment option)