বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জলবায়ু পরিবর্তনের ফলে শুধু ঘুর্ণিঝড় বা জলচ্ছ্বাসের সংখ্যাই বাড়েনি, সেই সঙ্গে বেড়েছে শীত, গ্রীষ্ম, বর্ষার তীব্রতা ও আকষ্মিকতা। বেড়েছে বন্যা, হঠাৎ-বন্যা ও শৈত্যপ্রবাহের মাত্রা। যা সুবিধাবঞ্চিত মানুষকে আরও বেশি অসহায় করে তুলেছে। এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় আল-খায়ের ফাউন্ডেশন-

  • বন্যার্তদের খাদ্য সহায়তা: এই ব্যবস্থাপনায় ২০২২,’২৩ ও ’২৪ সালে বন্যা ও ঘুর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে ৪,০০০ প্যাকেট খাদ্যসামগ্রী, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করে আল-খায়ের ফাউন্ডেশন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ সুনামগঞ্জ, খুলনা ও বরগুনায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যা ওইসব দুর্যোগ এলাকার ৯ হাজার পরিবারের ৪৫ হাজার মানুষের ৩ সপ্তাহর খাবার সংস্থান করেছে।   
  • ঘুর্ণিঝড় আক্রন্তদের সহায়তা: জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরে ঘনঘন নিম্নচাপ এবং তা থেকে তৈরি হওয়া ঘুর্ণিঝড় ও জলচ্ছ্বাস মহাসঙ্কটে ফেলে দিয়েছে বাংলাদেশের দক্ষিণের ৪৮৩ কিলোমিটার উপকূলসীমার মানুষর জীবনযাপন। পেশাগত ক্ষতির পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলচ্ছ্বাসে ঘর-বাড়িসহ পুরো জনপদের অবকাঠমোগত ক্ষয়ক্ষতি বিপন্ন করে তুলেছে উপকূলের মানুষকে। দিন এনে দিন খাওয়া মানুষ ভিটেমাটি ছেড়ে অভিবাসন করতে বাধ্য হচ্ছে । এদের সহায়তায় উদ্যোগ নিয়েছে আল-খায়ের ফাউন্ডেশন। সংস্থার পক্ষ থেকে ঘুর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা ছাড়ও ভেঙে যাওয়া ঘর-বাড়ি মেরামতের জন্য ২০০ বান্ডেল টিন দেওয়া হয়।  

অনুদান পাঠানোর হিসাব নম্বর

Bkash Merchant Account

01325088020

(Donate by choosing the payment option)

অনুদান ক্লিক করে আপনি আমাদের ব্যবহারের শর্তাবলি, রিফান্ড নীতিমালা এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন