চোখের ছানি অপারেশন
বাংলাদেশে অসংখ্য মানুষের চোখের সমস্যাজনিত কারণে চশমা বা অন্য চিকিৎসাসেবা নিতে হয়। দেশে দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এমন নারী ও শিশুর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের মধ্যে প্রায় ১২ হাজার জনের চোখে ক্যাটার্যাক্ট রয়েছে।
ক্যাটার্যাক্ট সার্জারি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রত্যন্ত ও গ্রামীন জনপদের অনেকেই চিকিৎসাসেবা পান না। ফলে তাদের আজীবন এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকতে হয়।
এই অভাবগ্রস্ত মানুষের চোখের আলো ফিরিয়ে দেয়ার মহৎ ব্রত নিয়ে আল খায়ের ফাউন্ডেশন প্রত্যন্ত ও গ্রামীন পর্যায়ে কাজ করে যাচ্ছে। এজন্য সংস্থার তরফে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্প এবং ক্যাটার্যাক্ট সার্জারি প্রোগ্রাম পরিচালনা করে থাকে।
ঢাকা, ময়মনসিংহ, পটুয়াখালি, মৌলভিবাজারসহ দেশের বড় জেলাগুলোয় ১২,২৪৩ অভাবগ্রস্ত মানুষদের ক্যাটার্যাক্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করেছে।